পৃথিবীর সর্বপ্রথম নিখোঁজ হওয়া বিমান ছিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর

পৃথিবীর সর্বপ্রথম নিখোঁজ হওয়া বিমান ছিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর Flying Tiger Line Flight 739 দিনটি ছিল ১৬ মার্চ,১৯৬২।  ৯৬ যাত্রী ও ১১ ক্রু...

Image may contain: outdoor


পৃথিবীর সর্বপ্রথম নিখোঁজ হওয়া বিমান ছিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর Flying Tiger Line Flight 739 দিনটি ছিল ১৬ মার্চ,১৯৬২।
 ৯৬ যাত্রী ও ১১ ক্রু নিয়ে বিমানটি ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাটি থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করে।বেশ কয়েকবার যাত্রা বিরতির মধ্যে গুয়াম থেকে জ্বালানী নিয়ে ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা হয়। এরপরই বিমানটির রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয় । এরপর আর বিমানের কোন খোঁজ পাওয়া যায়নি।
বিমানটি সর্বমোট ৮০ মিনিট আকাশে ওড়ে। নিখোঁজের পর ৮ দিন ৫২০০০০ বর্গকিমি এলাকা জুড়ে বিমানটিকে খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি । ধারনা করা হয় বিমানের ১ ও ৩ নং ইঞ্জিনে আগুন ধরে বিমানটি আকাশেই বিস্ফোরণ হয় । তবে বিমানটি নিখোঁজের ঘটনা আজও রহস্যময় ।


Tags:
আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য

আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য আধুনিক সমরাস্ত্র তথ্য

Related

যুদ্ধ বিমান 8353112717688113016

Post a Comment

emo-but-icon

সমরাস্ত্র তথ্য

item