কাশ্মীরের উরি সেক্টরে পাক বাহিনীর গোলাগুলি বর্ষণে ১ সেনা জওয়ান নিহত


জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গোলাগুলি বর্ষণের ফলে ১ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ (বুধবার) দুপুর থেকে পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় প্রবল গুলিবর্ষণ করে। এসময়, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্টের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামকেও টার্গেট করে।

পাক বাহিনীর ভারী গোলাগুলির উপযুক্ত পাল্টা জবাব দেওয়ার সময় একজন সেনা সদস্য নিহত হন। সেনা সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, এসময় ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দিয়েছে। এরফলে পাক সেনাদের সেখান থেকে সরে যেতে হয়েছে। 

এদিকে, জম্মু-কাশ্মীর থেকে সে রাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার সাড়ে চার মাস পরে উপত্যকা থেকে ৭২ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয় এবং কাশ্মীর থেকে ৭ হাজার জওয়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রত্যাহার করে নেওয়া বাহিনীর মধ্যে রয়েছে ২৪ কোম্পানি সিএপিএফ, ১২ কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, ১২ কোম্পানি সিআইএসএফ, ১২ কোম্পানি বিএসএফ, ও ১২ কোম্পানি সশ্বস্ত্র সীমা বল বা এসএসবি জওয়ান। 

Post a Comment

emo-but-icon

সমরাস্ত্র তথ্য

item